মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পায়ুপথে ১৭৯০ পিস ইয়াবা সহ ০১ যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট এপিবিএন

আপডেটঃ ৯:২৩ অপরাহ্ণ | নভেম্বর ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মান্নান হোসেন(৩৯) নামে এক যাত্রীকে পায়ুপথে ইয়াবা সহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।শুক্রবার বিকালে ০৩টা ৪০ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের এরাইভাল বেল্ট এরিয়ার পাশের টয়লেটের সামনে থেকে তাকে আটক করা হয়।এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, যাত্রী মান্নান ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ বিকালে কক্সবাজার থেকে ঢাকা অবতরন করেন।এসময় আগে থেকে নজরদারিতে থাকা এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দলের নজরে পড়েন তিনি।তার আচরণ সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করে এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দিল এবং জিজ্ঞাসাবাদের জন্য  অফিসে নিয়ে আসে।এসময় তিনি স্বীকার করেন যে তার পায়ুপথে তিনি ইয়াবা বহন করছেন।

প্রাকৃতিক কার্যের মাধ্যমে তিনি এসময় এই ইয়াবা বের করেন।ইয়াবা গুলি দুই স্তরে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল এবং আকৃতি ছিল বড় দুইটি ডিমের আকারের।পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা গণনা করে মোট এক হাজার সাত শত নব্বই (১৭৯০) পিস ইয়াবা পাওয়া যায়।আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় প্রতি পিস ইয়াবা বহনে তিনি ১০ টাকা হারে অর্থ পাবেন বলে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

সেই অনুযায়ী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ইউএস বাংলার ফ্লাইটে ঢাকা আসেন।কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এপিবিএনের হাতে আটক হন।এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরো জানান যে, ২০২৩ সালেই জুলাই মাসের ১১ তারিখে একই ব্যক্তিকে (মান্নান) বিমানবন্দরে ইয়াবা সহ আটক করে বিমানবন্দর থানায় মামলা করে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

কিন্তু অভিযুক্ত জামিনে বের হয়ে এসে আবারো মাদক পাচারে জড়িয়ে গেছেন এবং আজ আবারো আটক হলেন।আটক মান্নান কক্সবাজার টেকনাফের মৃত নুরুল আলমের পুত্র।তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

IPCS News : Dhaka : ।