‘পাঞ্জেরী-ছোটকাকু-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১’ অনুষ্ঠিত
আপডেটঃ ১০:১০ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০২২
নিউজ ডেস্কঃ
সংবাদ বিজ্ঞপ্তি:- পাঞ্জেরী-আনন্দ আলো-ছোটকাকু শিশুসাহিত্য পুরষ্কার ২০২০’ এবং ‘পাঞ্জেরী-ছোটকাকু-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠিত।গল্প-উপন্যাস শাখায় পুরষ্কার গ্রহণ করলেন ইমদাদুল হক মিলন।গতকাল ১৯ ডিসেম্বর সোমবার চ্যানেল আই স্টুডিওতে ‘পাঞ্জেরী-আনন্দ আলো-ছোটকাকু শিশুসাহিত্য পুরষ্কার ২০২০’ ও ‘পাঞ্জেরী-ছোটকাকু-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১’ আয়োজিত হয়।পুরষ্কার উপলক্ষ্যে চ্যানেল আই প্রাঙ্গণে বসেছিলো দেশবরেণ্য লেখক, শিশুসাহিত্যিক, কবি, ছড়াকার, শিশুসাহিত্যিক, কথাহিত্যিকদের মেলা।বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রহমানের পরিকল্পনায় প্রতিবছর ইমপ্রেস টেলিফিল্মস এবং আনন্দ আলো এই পুরষ্করের আয়োজন করে থাকে।এ বছর, মুক্তিযুদ্ধ গবেষনার জন্য ‘পাঞ্জেরী-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১’ গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিটেকটিভ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।
শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ‘পাঞ্জেরী-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১’ গ্রহণ করেন।ছড়া কবিতায় বিশেষ অবদানের জন্য পুরষ্কার পেয়েছেন, মারাফুল ইসলাম।শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য পুরষ্কার পান রতন সিদ্দকী।ছোটগল্পে পুরষ্কার গ্রহণ করেন সঙ্গীতা ইমাম।
কোভিডকালীন সময়ে ঘোষিত ‘পাঞ্জেরী-ছোটকাকু শিশুসাহিত্য পুরষ্কার ২০২০’ এর গল্প-উপন্যাস শাখায় ‘বাবান ও টুনটুনি পাখি’ বইটির জন্য পুরস্কারে ভূষিত হয়েছেন দেশবরেণ্য লেখক, সাংবাদিক, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।ছড়া-কবিতায় পুরস্কার পেয়েছেন গোল্লাছুটের সম্পাদক, মাহফুজ রহমান।মুক্তিযুদ্ধ শাখায় পুরষ্কার পান, সুরমা জাহিদ।
শিশু সাহিত্যে ‘আনন্দ আলো পাঞ্জেরী ছোটকাকু শিশু সাহিত্য পুরষ্কার ২০২০’ পান শিশুসাহিত্যিক ইমরান জাহিদ।অলংকরণে ‘স্মৃতির বাতায়নে চাঁদের হাট’ বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন আফজাল হোসেন।শ্রেষ্ঠ শিশুতোষ প্রকাশনা হিসেবে পুরস্কার পেয়েছে ‘কথা প্রকাশ’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনন্দ আলোর সহযোগী সম্পাদক এবং বাচসাস সভাপতি, রাজু আলীম।আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-এর চেয়ারম্যান কামরুল হাসান শায়ক।
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, আনজির লিটন, ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের সম্মানিত উপ উপাচার্য কবি মোহাম্মদ সামাদ, বিশিষ্ট কথাসাহিত্যিক, আনোয়ারা সৈয়দ হক সহ আরো অনেকে।
IPCS News : Dhaka : রাজু আলীম : ঢাকা।