সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঞ্জশিরে নিহত ৬০০ তালেবান যোদ্ধা, বন্দি হাজারেরও বেশি

আপডেটঃ ১২:৪২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০২১

নিউজ ডেস্কঃ

৬শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছেন আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জশিরে।শনিবার রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিক এ তথ্য জানিয়েছে। আমরা ৬০০ তালেবান যোদ্ধাকে খতম করেছি,ও এক হাজারেরও বেশি যোদ্ধাকে বন্দি করা হয়েছে।এমন বিবৃতি দিয়ে পাঞ্জশিরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তি এক টুইটবার্তায় দাবি করেছেন।প্রতিরোধ বাহিনী ও তালেবানের সব যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করেছে বলেও দাবি করেছেন তিনি।এর আগে উত্তরের জোট ও তালেবানের ৩০০ যোদ্ধাকে খতম করার দাবি করেছিল।শনিবার আহমেদ মাসউদের পক্ষে নর্দান অ্যালায়েন্স তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, আমরা ফ্রন্টলাইনে আছি।সবকিছুই পরিকল্পিত ছিল।আমরা পুরো প্রদেশ নিয়ন্ত্রণ করছি।সাতশ’র বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে ও৬০০ যোদ্ধাকে বন্দি করা হয়েছে।বাকিরা পালানোর চেষ্টা করছে।

স্থল মাইন থাকার কারণে পাঞ্জশির প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে তালেবানদের আক্রমণ মন্থর হয়েছে ওই এলাকায়।আলজাজিরা তালেবানের একটি সূত্রের বরাতে জানিয়েছে, পাঞ্জশিরে যুদ্ধ অব্যাহত রয়েছে।রাস্তায় ল্যান্ডমাইনের কারণে রাজধানী বাজারাক এবং প্রাদেশিক গভর্নরের প্রাঙ্গণে যাওয়ার গতি ধীর হচ্ছে।

আসাবাকা সংবাদ সংস্থার কাছে তালেবান মুখপাত্র বিলাল কারিমি দাবি করেছেন, তাদের যোদ্ধারা আনাবা, খিঞ্জ, উনাবসহ বেশ কয়েকটি জেলাতেও ঢুকে পড়েছেন।তালেবান যোদ্ধারা কাবুলসহ আফাগনিস্তানের অন্যান্য প্রান্ত দখল করে নিলেও পাঞ্জশির দখল করতে পারেনি।

এফআরএফ, পূর্বতন আফগানিস্তান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ্‌, এবং আহমদ মাসউদের বাহিনী তালেববানের বিরুদ্ধে এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন।

IPCS News Report : Dhaka: