পাখিরা দার্শনিক বার্তা নিয়ে আসে
আপডেটঃ ১১:০০ পূর্বাহ্ণ | নভেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- একটি নরম সুবাসে ভরা প্রভাতে, কলা ফুলের মধু খেতে আসে এক ছোট্ট পাখি। এই পাখিটি যেন প্রকৃতির নিঃশব্দ কবিতার ছোট ছোট ডানায় বহন করে আনে এক অপরূপ সুর। ফুলের পাপড়িগুলো উন্মুক্ত হয়ে তাকে স্বাগত জানায়, যেন তারা অপেক্ষায় ছিল তার জন্য। এই মধু খাওয়া শুধু তার ক্ষুধা মেটানো নয়, এটি এক রূপক, জীবন-সুধা গ্রহণের এক নীরব প্রতীক।
কখনো মনে হয়, আমরা মানুষেরা এই ছোট্ট পাখির মতোই নানা সৌন্দর্যের মাঝে খুঁজে ফিরি সেই এক চুমুক মধু, যা আমাদের তৃষ্ণা মেটাবে। জীবনও তো সেই খুঁজে পাওয়া, ফুলের মধু যেমন পাখির তৃষ্ণা মেটায়, তেমনি আমাদের মনকেও জীবন ভরিয়ে তোলে ছোট ছোট আনন্দের মুহূর্তে। আমাদের মনের আকাশেও হয়ত অনেকগুলো ফুল আছে, যেগুলো আমাদের আশ্রয় দেয়, ভালোবাসা দেয়, বেঁচে থাকার মানে দেয়।
এই পাখিটি তাই যেন এক দার্শনিক বার্তা নিয়ে আসে সে জানে যে, এই কলা ফুলের মধু ক্ষণস্থায়ী, কিন্তু সে তাতে ভয় পায় না। পাখিটি শিখিয়ে যায়, মুহূর্তের মধুর মাঝে যেন আমরা প্রকৃতিকে অনুভব করি, জীবনকে ভালোবাসি এবং এই সৌন্দর্যের সামান্যতম ছোঁয়াতেও যেন ধন্য হই। পাখিটি চলে যায়, কিন্তু রেখে যায় এক চিরন্তন দর্শন আমাদের প্রতিটি মুহূর্তও এই মধুর মতো, ক্ষণস্থায়ী ও অমূল্য। আমাদের উচিত সেই মুহূর্তগুলিকে গভীর ভাবে গ্রহণ করা, তাতে আনন্দ খুঁজে নেওয়া, যেন আমাদের জীবনও হয়ে ওঠে মধুর এক অনন্ত কবিতা।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।