সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পাকুন্দিয়া থানার নতুন ওসি জনাব মোঃ নাহিদ হাসান সুমন

আপডেটঃ ৯:৫১ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২৩

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার সদ্য নিয়োগকৃত অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন।তিনি একজন মানবিক ও ভালো মনের মানুষ।সমাজের প্রতিটি ভালো মনের মানুষ এক একটি নক্ষত্র।ভালো মানুষের স্থান সর্বদাই সবার উপরে।অত্র পাকুন্দিয়া থানার আবাল বৃদ্ধ বনিতা সকলের ভালোবাসায় সিক্ত তিনি।যেখানে তার পদচারণা পরেছে, সেখানে ই আদর্শের উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিয়েছেন।

সবার মাঝে এই মানুষটির কর্মদক্ষতা ও সাফল্য তুলে ধরলে পাওয়া যায় অনেক আদর্শের আলোক বার্তা অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা বিনির্মাণে ও বাস্তবায়নে পুলিশ ও সাধারণ মানুষের মাঝে সুন্দর পরিবেশ তৈরি করেছেন।গণমানুষের সেবা দানে সঠিক সামাজিক দায়িত্ব পালনে তিনি সকল জন সাধারণের হৃদয় জয় করেছেন।

বাংলাদেশ পুলিশ বাহিনীর এক উজ্জল ধ্রুবতারা সদা হাস্যোজ্জ্বল সত্য ও ন্যায়নীতির পথ প্রদর্শক, মেধা মননে অস্ত্রের মত শানিত, তীক্ষ্ণ বিদ্যুৎময় স্বতন্ত্র মহিমায় মহিমান্বিত, সমুজ্জ্বল, পরোপকারী, নির্মোহ, স্পষ্ট ভাষী ওসি জনাব নাহিদ হাসান সুমন।তিনি এর আগে বিভিন্ন থানায় ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে এসেছেন।

এবং বাংলাদেশ পুলিশ বাহিনির সুনাম অর্জনে কর্মদক্ষতায় সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।তিনি এর আগে ও পাকুন্দিয়া থানায়, ওসি তদন্ত হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন।তারই ধারাবাহিকতায় সফলতার সাফল্য অর্জনে অবিষ্ট লক্ষ্যে পৌঁছেছেন। বর্তমানে তিনি পাকুন্দিয়া থানার সফল চৌকস অফিসার ইনচার্জ।

নাহিদ হাসান সুমন তিনি ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর হতে অত্র এলাকার মাদকের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহন করেছেন।মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলে এবং মাদক ও অপরাধ স্পট্ গুলো সনাক্ত করে যতাযথ আইন গত ব্যাবস্থা নিয়ে অপরাধীদের, আইনের আওতায় আনার নির্দেশ দিলে, অত্র এলাকা থেকে মাদক ও বিভিন্ন অপরাধ  অনেকটাই শূন্যের কোঠায় নেমে আসে।

পাকুন্দিয়া থানা যেকোনো জায়গায় কোন ঘটনা ঘটলে তিনি নিজেই ঘটনাস্থলে পৌঁছে যান।থানায় জন সাধারণ যে কোন সমস্যা নিয়ে আসলে, অবস্থা বুঝে যত টুকু সম্ভব দ্রুত সমাধান করার চেষ্টা করেন।তিনি একজন বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন স্মার্ট  পুলিশ অফিসার।

ইতিমধ্যে তিনি অত্র থানার চৌকস পুলিশ অফিসারদের কে নিয়ে বেশ কয়েক টি শক্তিশালী টিম তৈরী করে নজরদারি বৃদ্ধি করার কারণে  এলাকার অপরাধ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।তিনি সকলের দোয়া ও শুভ কামনা প্রার্থনা করেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : কিশোরগঞ্জ।