পাকুন্দিয়াতে প্রতিবেশীর লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম, এলাকায় উত্তেজনা।
আপডেটঃ ২:৪১ অপরাহ্ণ | জুন ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম, থানায় অভিযোগ।অভিযোগের ভিত্তিতে যানা যায় যে, আঙ্গিয়াদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত ১/৬/২০২৩ ইং বাদী শহিদুল্লাহর আঙ্গিয়াদী সরকার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোছাঃ নোহা (১১) দুপুর আনুমানিক ১টার সময় স্কুল ছুটির শেষে বাড়ী ফেরার পথে বিবাদী কোহিনুর গং তার গতিরোধ করে এবং এলোপাতাড়ি মারধোর করে।তার চিৎকারে পাড়া প্রতিবেশী ও তার মা সালমা বেগম ছুটে এসে তার মেয়ে নোহা কে উদ্ধার করতে গেলে বিবাদী কোহিনুর তার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।আঘাতে তার বাম কানের পাশে উপরে ফেটে রক্তাক্ত জখম হয়।তৎক্ষণাৎ অটো রিক্সা করে তাকে পাকুন্দিয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কর্তব্যরত ডাক্তার তাহার অবস্থা আশঙ্কা জনক বলে তাকে উন্নত চিকিৎসার জন্য শহিদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ পাঠান।উক্ত ঘটনার বিষয়ে পাকুনদীয়া থানার অফিসার ইনচার্জ জনাব নাহিদ হাসান সুমন বলেন উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হইবে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : কিশোরগঞ্জ।