সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পাকুনদীয়াতে অনুষ্ঠিত হল বিট পুলিশিং সভা।

আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | মে ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- গতকাল ১৩ই মে ২০২৩ ইং কিশোরগঞ্জ জেলার পাকুনদীয়া থানার অন্তগত ৫ নং বুরুদিয়া ইইনিয়নের মান্দার কান্দি চৌরাস্তা বাজার পাকুনদীয়াতে অনুষ্ঠিত হল বিট পুলিশিং সভা।দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।মাদক দ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবনতা, সাইবার ক্রাইম, অন লাইন জুয়া, জাল নোটের বিস্তার, গবাদিপশু চুরি, মারামারি, সম্পত্তি সংক্রান্ত  অপরাধ, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সড়ক রেল দুর্ঘটনা রোধ কল্পে, এসব বিষয় নিয়ে অনুষ্ঠিত হল, বিট পুলিশিং সভা।উক্ত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, মনতোষ বিশ্বাস, (অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল) কিশোরগঞ্জ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,নাহিদ হাসান সুমন (অফিসার ইনচার্জ, পাকুনদীয়া থানা কিশোর গনজ) জনাব, মোঃ সফিকুল ইসলাম (ইনচার্জ আহুতিয়া তদন্ত কেন্দ্র) জনাব, মোঃ নাজমুল হুদা রুবেল।

চেয়ারম্যান ৫ নং বুরুদিয়া, ইউনিয়ন পরিষদ।পাকুনদীয়া কিশোরগঞ্জ।সভাপতিঃ জনাব, কাজী ফয়েজুর রহমান এস, আই, আহুতিয়া তদন্ত কেন্দ্র পাকুনদিয়া।কিশোর গনজ।উক্ত অনুষ্ঠানে মুল্যবান বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি, জনাব, মনতোষ বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল  কিশোর গনজ।এবং আইন শৃংখলা পরিস্থিতি আরও জোর দার করার জন্য জনগনের কাছে অঙ্গীকার ব্যক্ত করেন।

জনাব, নাহিদ হাসান সুমন ওসি পাকুনদীয়া থানা কিশোর গনজ।আরও মুল্যবান বক্তব্য তুলে ধরেন জনাব, নাজমুল হুদা রুবেল চেয়ারম্যান ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদ।তিনি বলেন, যে কোন মুল্যে বুরুদীয়া ইউনিয়ন থেকে মাদক, জুয়া, ইভটিজিং সহ যে কোন ধরনের সহিংসতা অপরাধ জনগন কে সাথে নিয়ে নির্মুল করবে।

এবং অত্র এলাকার বীর মুক্তি যোদ্ধা সহ ইউপি সদস্য ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ মুল্যবান বক্তব্য তুলে ধরেন।আয়োজনেঃ ০৭ নং বিট পুলিশ, বুরুদিয়া ইউনিয়ন, পাকুন্দিয়া কিশোরগঞ্জ।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।