পাকিস্তানে শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল লাহোর, শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ
আপডেটঃ ১২:৫৫ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২৪
নিউজ ডেস্কঃ
ধর্ষণের প্রতিবাদে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ লাহোরে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভের মুখে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।এখন পর্যন্ত বিক্ষোভে জড়িত থাকায় রাওয়াল পিন্ডিতে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।লাহোর থেকে গ্রেফতার করা হয়েছে ৩৮০ জন শিক্ষার্থীকে।পুলিশ বলছে, ১৪৪ ধারা ভঙ্গ করায় তাদের গ্রেফতার করা হয়েছে।পুলিশের দাবি, এই ঘটনায় কোন ভূক্তভোগী অভিযোগ করেনি এবং সরকার এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূল তথ্য প্রকাশের জন্য দায়ী করছে।বিক্ষোভ লাহোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানী ইসলামাবাদের পাশ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরেও ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের দাবি করছে কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখার চেষ্ঠা করছে।এর আগে, এক শিক্ষার্থীকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।তাদের ওপর দমন চালাতে গেলে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি।এরপর কর্তৃপক্ষ প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করে।
চলতি সপ্তাহের শেষ দিকে একটি কলেজ ক্যাম্পাসের বেসমেন্টে এক ছাত্রীকে ধর্ষণের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে লাহোরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : (খবর আল-জাজিরার)।