সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

আপডেটঃ ৯:৪০ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরের নবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় রড দিয়ে পিটিয়ে মোশারফ হোসেন (৩৫) নামের এক দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের তাহেরগঞ্জ বাজার বটতলিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।মোশারফ হোসেন একই ইউনিয়নের নারায়ণপুর মাটিখোড়া এলাকার মোতাহার রহমানের ছেলে।অভিযুক্ত নুরুন্নবী (২৫) ওই এলাকার তফিজ উদ্দিনের ছেলে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিনোদনগর ইউনিয়নের ২ নম্বর ওয়াড়ের সদস্য সোহেল রানা বলেন, তাহেরগঞ্জ বাজারের পাশে বটতলি এলাকায় একটি পানদোকান করতেন মোশারাফ হোসেন।ওই দোকানে বাকিতে খরচ করতেন নুরুন্নবী।সকালে বাকিতে খরচ নিতে আসলে মোশারফ হোসেন আগের পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরে দুপুরের দিকে নুরুন্নবী ও তার বাবা লাঠি ও লোহার রড নিয়ে মোশারফ হোসেনের দোকানের ভেতরে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এলোপাতাড়ি আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।