সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পহেলা মে উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ ২:৪৮ অপরাহ্ণ | মে ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- গত সোমবার পহেলা মে ২০২৩ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে স্টেশন রোডস্থ পাফিন চাইনিজ রেস্টুরেন্টে এর ২য় তলায় ইউনিয়ন কার্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় মেধা শ্রমিক, সাংবাদিকদের বেতন বিজ্ঞাপন কমিশন ও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জি এম হিরু, সঞ্চালনা করেন মো. ইসমাইল হোসেন, সাংবাদিক নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, শ্রম ছাড়া উৎপাদন সম্ভব নয়, শ্রমের মর্যাদা ছাড়া গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, শ্রমিকের জীবনের নিরাপত্তা ছাড়া উৎপাদনশীল মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।শ্রম ও মেধা দিয়ে যে উৎপাদন, তা থেকেই সমাজ বিকশিত হয়, পুঁজি বিকশিত হয়।কিন্তু মানুষ যখন কৃষি থেকে বিচ্যুত হয়ে শিল্পে এসেছে, তখন থেকে পুঁজিপতিরা ক্ষুদ্র থেকে দ্রুতই বড় হতে শুরু করে এবং যে মানুষ কৃষক থেকে শ্রমিকে রূপান্তরিত হয়েছে, তারা সত্যিকার অর্থে সর্বহারা শ্রেণি হিসেবে আরো কঠিন পরিস্থিতিতে পড়ে।

এই পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখিয়েছে মে দিবস।বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।ঐ দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

আন্দোলনে শ্রমিকদের অধিকারের স্বীকৃতি মিললেও আজো শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে হয়।দেশে দেশে শ্রমিকেরা আজো বঞ্চিত, নিগৃহীত।শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবসথ হিসেবে পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি জি এম হিরু, সহ-সভাপতি সাদাকাত আলী খান, সাধারণ- সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারন সম্পাদক আব্দুস সালাম,কোরবান আলী সোহেল, কোষাধক্ষ্য বেলাল হোসেন রাজু ,সদস্য আবুল কালাম,রাকিবুল ইসলাম,রুবেল সরকার অনুষ্ঠানে অত্র ইউনিয়নের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।