সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পশ্চিমাঞ্চল রেলের ১১ হাজার টিকিটের জন্য ১৫ লাখ সাবস্ক্রাইবার

আপডেটঃ ৩:২৮ অপরাহ্ণ | মার্চ ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ২৪ মার্চ।বিক্রির প্রথমদিনের শুরুতেই আড়াই ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চল রেলের ১১ হাজার টিকিট বিক্রি শেষ হয়েছে।রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার  এই তথ্য জানান।তিনি বলেন, ২৪ মার্চ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়েছে।পশ্চিমাঞ্চলের ট্রেন গুলোতে প্রায় ১৬ হাজার আসন সংখ্যা ছিল।সর্বশেষ সাড়ে ১০টায় যে তথ্য পেয়েছি তাতে ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে।এই ১১ হাজার টিকিট নেওয়ার জন্য সকাল সাড়ে ৮টায় প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে।তিনি আরও বলেন, এদিন ৩ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে।এ বছর  ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে।ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে।এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে।স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতের জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান পশ্চিমাঞ্চল রেলের এই কর্মকর্তা।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।