পদ্মা সেতু পাড়ি দিলেন “পদ্নাকন্যা শেখ হাসিনা”
আপডেটঃ ৫:০৭ অপরাহ্ণ | জুন ২৫, ২০২২
নিউজ ডেস্কঃ
বেলা ১২ টা, মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন “পদ্নাকন্যা শেখ হাসিনা” আর সঙ্গে সঙ্গে খুলে গেলো স্বপ্নের দ্বার।পূরণ হলো দক্ষিণাঞ্চলের মানুষের বহু যুগের লালিত স্বপ্ন।সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববাসী আরেকবার জানল বাংলাদেশের আবেগ ও আভিজাত্যের জৌলুশ।
ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর সেতুর উপরে অবস্হান নেন।পদ্মা সেতু মাঝখানে নেমে বিমান বাহিনীর মহড়া দেখেন তিনি।সেতুর উপর দাঁড়িয়ে তিনি বাংলাদেশের পতাকা উড়ান।ওই সময় বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে লাল-সবুজের রঙের আবির ছড়িয়ে দেওয়া হয়।পদ্মা সেতু পাড়ি দেওয়া সময় তার সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।প্রধানমন্ত্রী বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল ২-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
IPCS News : Dhaka :