পদ্মা নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর দুই ছাত্রের লাশ উদ্ধার
আপডেটঃ ১:০০ অপরাহ্ণ | জুন ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী নগরীর শ্রীরামপুর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ ২৪ ঘন্টা উদ্ধার করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা।১১ জুন রোববার দুুপুরে শ্রীরামপুর টি-বাঁধ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবরি টিম তাদের লাশ উদ্ধার করে।নিহতরা হলেন, নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে সারোয়ার সাইম ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামিইনুদ্দীনের ছেলে রিফাত খন্দকার গলিব।তারা দুইজন রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন অফিসার আব্দুর রউফ, রাজশাহী গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র সাইমের লাশ উদ্ধার করা হয় সকাল সাড়ে ৭টার দিকে। আর দুপুর ১২ টার ঘটনাস্থল থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।
এই উদ্ধারের মধ্য দিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা হয়েছে।পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।গালিবের ফুফাতো বোন রিক্তা পারভিন জানান, শনিবার সকালে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোট নয়জন শিক্ষার্থী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মার চরে ফুটবল খেলতে যায়।
ফুটবল খেলা শেষ করে বেলা সাড়ে ১১টার দিকে তারা পদ্মায় গোসল করতে নামেন।পদ্মার কিনারায় নামলেও পরে স্রোতের তোড়ে ওই দুই শিক্ষার্থী দূরে ভেসে যান।একপর্যায়ে পরে রিফাত খন্দকার গালিব নদীতে ডুবে যান।রিফাত খন্দকার গালিবকে উদ্ধার করতে যায়, তার বন্ধু সারোয়ার সায়েম।কিন্তু বন্ধু রিফাত খন্দকার গালিবকে বাঁচাতে গিলে তিনিও নদীতে ডুবে যান।
এ সময় অন্য সহপাঠীরাও নদীতে এগিয়ে যায়, কিন্তু স্রোতের কারণে ওরা দুইজন নদীর আরও দূরে চলে যায়।পরে তার অন্য বন্ধু ও সহপাঠীরা তীরে এসে জাতীয় জরুরি সেবায় ৯৯৯ ফোন দেন।এরপর ফায়ার সার্ভিস রাজশাহী সদর দপ্তরের কর্মী ও ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।