পথিমধ্যে বিরতিহীন ট্রেন থামিয়ে নামলেন অতিরিক্ত সচিব
আপডেটঃ ১২:০১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ক্ষমতার অপব্যবহার ঢাকা – চট্রগ্রাম রেলরুটে বিরতিহীন আন্তঃনগর” মহানগর এক্সপ্রেস” ট্রেন থামিয়ে পথিমধ্যে নেমেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াছিন।২ সেপ্টেম্বর শনিবার ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়ায় গঙ্গাসাগর রেল স্টেশনে এ ঘটনাটি ঘটে।এসময় ট্টেনটির যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।এদিন সকালে অতিরিক্ত সচিব ইয়াছিন, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহীদুল ইসলাম, মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প পরিচালক মো. সুবক্তগীনসহ অন্তত ১৫ কর্মকর্তা ঢাকা থেকে ছেড়ে আসা ওই ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন।এ সময় তাদের সেখানে নেমে গ্যাংকার কিংবা সড়কপথে গঙ্গাসাগর রেল স্টেশনে যাওয়ার কথা ছিল।
আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন বলেন, অতিরিক্ত সচিবের নেতৃত্বে তারা আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শন করতে আসেন।কিন্তু আখাউড়ায় যাত্রাবিরতিতে নামার কথা থাকলেও দলটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি বা ট্রেন দাঁড় করিয়ে নামেন।
এতে করে ট্রেনটি অন্তত ২০ মিনিট দেরিতে গঙ্গাসাগর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত সচিব কিছুতেই এভাবে কোনো বিরতিহীন ট্রেনের যাত্রাবিরতি দিতে পারেন না।তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।
এ বিষয়ে মো. ইয়াছিনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, কোনো কথা জানার থাকলে ট্রেন পরিচালকদের সঙ্গে কথা বলুন।এর বেশি বলতে তিনি রাজি হননি।বিষয়টি জানতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবিরের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।