পঞ্চগড়ে এক আ: লীগ নেতার বিরুদ্ধে চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
আপডেটঃ ৯:৫০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- পঞ্চগড় সদর উপজেলার উত্তর খালপাড়ার দ্বিজেন্দ্র নাথ রায়ের পুত্র জ্যোতিষ চন্দ্র রায় এর বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।অভিযোগে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার সুইহারী গ্রামের আজিজুল ইসলামের পুত্র মাসুদ আলীর কাছ থেকে ব্যবসা ও চাকুরী দেয়ার নাম করে ১৫ লাখ ৯ হাজার টাকা গ্রহন করে পঞ্চগড় সদর উপজেলার উত্তর খালপাড়ার দ্বিজেন্দ্র নাথ রায়ের পুত্র জ্যোতিষ চন্দ্র রায়।জানা গেছে, জ্যোতিষ চন্দ্র রায় ৫ নং চাকলা হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।খোঁজ নিয়ে জানা গেছে, জ্যোতিষ চন্দ্র রায় সরকারী প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র তৈরী, প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির ভুয়া স্বাক্ষর ও সীল ব্যবহারের মাধ্যমে এই প্রতারনা গুলি করে আসছেন।
প্রধান মন্ত্রীকার্যালয়ের একান্ত সচিব-১ এর দপ্তরে চাকুরী করে এমন নাম ভাংগিয়ে ও ভুয়া পরিচয় দিয়ে চাকুরী, বিভিন্ন ব্যবসা,ব্যাংক লোন ও বিভিন্ন টেন্ডার পাইয়ে দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে জ্যোতিষ চন্দ্র রায় এর বিরুদ্ধে।পঞ্চগড় সহ বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে প্রতারনার মাধ্যমে অসংখ্য মানুষের টাকা আত্বসাত করার অভিযোগ রয়েছে।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামের বুদু দাস চন্দ্র রায়ের পুত্র মিন্টু দাসের কাছ থেকে ভুয়া নিয়োগ পত্র দিয়ে মোটা টাকা হাতিয়ে নিয়েছেন।প্রতারনার আরো কয়েকজন স্বীকার হয়েছেন রংপুর জেলার পরীগাছা উপজেলার সবুজ চন্দ্র রায়, মিঠাপুকুর উপজেলার চঞ্চল চৌধুরী এবং খুলনা জেলার ডুবুরিয়া থানার রামকৃষ্ণপুর গ্রামের মিলন কুমার মন্ডলের পুত্র অমিত মন্ডল।
এদিকে রংপুরের মৃতুঞ্জয় নামে এক যুবকের কাছ থেকে চাকুরী ও ব্যবসা দেয়ার নামে ১৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।আওয়ামীলীগের নাম ভাংগিয়ে অনেক মানুষের কাছ থেকে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন।দলের নাম ভাংগিয়ে অপরাধ যাতে আর না করতে পারে এ জন্য দলীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা।
সেই সাথে ভুক্তভোগিরা তাকে দল থেকে বহিস্কারের দাবী জানান।এ ব্যাপারে মাসুদ আলী দিনাজপুর আদালতে একটি প্রতারনার মামলা দায়ের করেছেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।