সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বীমা দাবী পরিশোধ ও গ্রাহক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত।

আপডেটঃ ৩:৩৭ অপরাহ্ণ | মে ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর মনোহরদী নরসিংদী এরিয়া অফিস কতৃক (১৮ইমে ২০২৪) বাংলাদে সর্বপ্রথম  প্রতিষ্ঠিত দেশীয় ও আন্তর্জাতিক একাধিক  পুরস্কার প্রাপ্ত ক্রেডিট রেটিং (এ,এ,এ অর্জনকারী একাধিকবার পুরস্কার প্রাপ্ত ও জাতীয় বীমা দিবসে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃএর অফিস প্রাঙ্গনে, মরহুম সেনাসদস্য গ্রাহক মহসীন সরদার এর মৃত দাবী ৫,১৬,৪০০ শত টাকা (৫ লক্ষ ষোল হাজার চার শত টাকা মাত্র) একটি চেক প্রদান করা হয়।মোফাজ্জল হোসেন জমাকৃত ১৫ টি কিস্তির প্রিমিয়াম ৩,৬৩,৪০৫ টাকা  ঝরনা রানী ১৫টি ১,৫৪,০২৭ টাকা চেকের মাধ্যমে প্রদান করাহয়।তাহা  অগনিত গ্রাহকের এসবি/মেয়াদোত্তর চেক হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ ওমর ফারুক (এ,ভিপি ও এরিয়া ইনচার্জ নরসিংদী।সভাপতি, জনাব মোঃ ছগির আহমেদ (ডি, জি, এম জোন প্রধান মনোহরদী নরসিংদী) বিশেষ অতিথীঃ বাবু প্রিয়শিষ রায় (সাধারন সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামী লীগ)  জনাব, শাহাদত হোসাইন।মনিটরিং ইনচার্জ (পলাশ নরসিংদী) জনাব, আলমগীর কবির (সি, জেড এম মনোহরদী নরসিংদী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইসরাত জাহান আজমেরী।শুভেচ্ছান্তে তাহমিনা, মাহবুবা মাহী, হাফিজা, শামসুন্নাহার, মোসলেমা, আসমা, রেহেনা, হাবিবা, ও আঃ লতিফ।বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, ইউপি সদস্য ও বিভিন্ন এলাকার গ্রাহক বৃন্দ।ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।পরিশেষে, মরহুম সেনা সদস্যের স্ত্রী সুরভাী আকতারের হাতে, মৃত দাবী ৫ লক্ষ ১৬ হাজার ৪০০ শত টাকার চেক প্রদান করা হয়।

এবং মোফাজ্জল হোসেন গ্রাহক সে তার, জমাকৃত ১৫ টি কিস্তির টাকা প্রিমিয়াম সহ ৩ লক্ষ ৬৩, হাজার ৪০৫ টাকার চেক পেয়েছে।ঝর্না রানী তার জমাকৃত ১৫ টি কিস্তির টাকা প্রিমিয়াম সহ মোট ১, লক্ষ ৫৪ হাজার ২৭ টাকার চেক হাতে পেয়েছেন।তা ছাড়া আরও অগণিত গ্রাহকের (এসবি/ মেয়াদোত্তর চেক হস্তান্তর করা হয়। 

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।