সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নৌকার পোস্টারে ছেয়েগেছে রাজশাহী নগরী

আপডেটঃ ৫:৪১ অপরাহ্ণ | জুন ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন।শুক্রবার (২ জুন) নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।রাসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে এএইচএম খায়রুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের একমাত্র প্রতীক নৌকা হওয়ায় খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীক পাচ্ছেন এটা নিশ্চিত।তাই প্রতিক বরাদ্দের আগেই বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর থেকেই রাজশাহী মহানগরী নৌকার পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে।শুক্রবার সকাল থেকেই বিভিন্ন মোড়ে মেড়ে ও আইল্যান্ডে টাঙানো নৌকা প্রতীক ও প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের ছবি সম্বলিত পোস্টার নগরী বাসীর চোখে পড়তে শুরু করেছে।শুক্রবার সকালেই নগরীর সাহেব বাজার, আলুপট্টি, কল্পণা সিনেমা হল মোড়, গণকপাড়া, লক্ষিপুর, সিএনবি মোড়, রেলগেট, রাবির প্রধান ফকটসহ প্রায় প্রতিটি মোড়ে মেড়ে সোভা পাচ্ছে নৌকার পোস্টার।

আলুপট্টি মোড়ের এক দোকানদার বলেন, নৌকার পোস্টার টাঙানো হয়েছে।আজ সাকলে দোকানে আসতেই চোখে পড়ছে লিটন ভায়ের ছবি ও নৌকার প্রতীক।খুব সুন্দর লাগছে নৌকার পোস্টার গুলো দেখে।একপথচারী বলেন, এই নগরী সুন্দর নগরীতে পরিণত হয়েছে।২১ তারিখ নির্বাচনে বিএনপি আসছে না।

লিটন ভায়ের শক্তকোন প্রতিদ্বন্দ্বি নাই তাই নিশ্চিত বলা যায় লিটন ভাই আমাদের আবারও মেয়র হচ্ছেন।তিনি আরো বলেন, বিএনপির মেয়র থাকাকালে এই শহরের উন্নয়ন হয়নি তাই বিএনপির প্রার্থী থাকলেও নগরবাসী সঠিক রায় দিয়ে লিটন ভাইকেই জয়ী করতো বলে তিনি আশা প্রকাশ করেন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।