সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্র-কোণার ভারতীয় সীমান্তে বিজিবি’র অভিযান ৪৩ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ

আপডেটঃ ২:৫৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৩, ২০২২

নিউজ ডেস্কঃ

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ধোবাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মুন্সীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৩ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও সেভেন ওয়েল জব্দ করেছে।নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বুধবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সীপাড়া বিওপি হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসি’র নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত এলাকায় মালিকবিহীন মাল ভর্তি ১টি পিক-আপ ভ্যান ও ১টি মোটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়।

পরে পিক-আপ ভ্যানে তল্লাশী চালিয়ে চোরাচালানকৃত ১৯০ পিস ভারতীয় শাড়ী, ৩৫০ পিস লেহেঙ্গা ও ২৫০ পিস সেভেন ওয়েল জব্দ করে।জব্দকৃত শাড়ী, লেহেঙ্গা ও সেভেন ওয়েলের সিজার মূল্য ৪৩ লক্ষ ২৮ হাজার টাকা।জব্দকৃত এ সকল মালামাল বুধবার দুপুরে নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।