নেত্রীর সিদ্বান্ত মেনেই রাজনীতি ও নির্বাচন: মমতাজ চৌধুরী
আপডেটঃ ২:১৫ অপরাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৬০ নেত্রকোণা -৪ (মদন,মোহনগন্জ, খালিয়াজুরি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়ন বন্চিত হওয়ার পর মাননীয় নেত্রীর সিদ্ধান্তের প্রতি আস্তা রেখে স্বতন্ত্র প্রার্থী হননি,যদিও এ নির্বাচনে অংশগ্রহনের সুযোগ রেখে দলীয় সিদ্বান্ত বলবৎ আছে।উল্লেখ্য তিনি দীর্ঘ তিন দশক যাবত তৃনমুল পর্যায়ে জনকল্যানমুলক কাজ সহ জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারনায় গ্রাম গন্জে , হাট বাজারে কাজ করে যাচ্ছেন ও প্রার্থী তালিকায় অধিকতর জনপ্রিয় বলেই সর্বমহলে গুন্জন ছিল।মদন উপজেলার আওয়ামী পরিবারের সন্তান ও প্রচুর আত্মীয় স্বজন বেষ্টিত এলাকায় নিজস্ব ভোট ব্যাংক ও শক্তিশালী বলয় থাকা স্বত্তেও মনোনয়ন বন্চিত হয়ে ও স্বতন্ত্র প্রার্থী হননি।
প্রসঙ্গত ২০০৮, ২০১৩,২০১৮ ও ২০২৩ এর উপনির্বাচনে ও মনোনয়ন বঞ্চিত মমতাজ অনুরুপ কাজ করেছিলেন।তিনি জানান,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্বভাবে কাজ করার বিকল্প নেই।
একটি শিবির নির্বাচনকে বাতিল করার জন্য পায়তারা করছে,এ সময় সবচেয়ে বড় মিশন নৌকার বিজয়ের লক্ষ্যে সর্বাত্মক সহযোগীতা কারন নির্বাচনে বিজয়ের কোন বিকল্প নেই।শেখ হাসিনা জিতলে সারা দেশ জিতবে।স্মার্ট বাংলাদেশ গঠনের নিমিত্তে মুক্তিযুদ্বের পক্ষ শক্তিকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে বলে তিনি সকলকে আহ্বান জানান ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।