নেত্রকোনায় আশ্রয়ন প্রকল্পের পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ।
আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের আয় বর্ধক কাজে সংযুক্তকরণের লক্ষ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।(২৬ এপ্রিল) শুক্রবার সকালে নেত্রকোনা মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে মদন দক্ষিণপাড়া আদর্শগ্রামের বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের ১০০টি পরিবারের মাঝে বিনামূল্যে ৩০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।এ সময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আলম মিয়া, উপজেলা সহকারি কমিশনার ভূমি এটি এম আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবীবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম মদন থানা ওসি(তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা অমিত শাহ, ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম আকন্দ, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাঈনুল ইসলাম খান মামুনসহ গন মাধ্যমে কর্মীগণ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।