নেত্রকোণা সামাজিক সম্প্রীতি সমাবেশ সমাজ-কল্যাণ প্রতিমন্ত্রী
আপডেটঃ ৬:৩৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- সমাজ-কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, মুক্তি-যুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, সামাজিক সম্প্রীতি রক্ষার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশেকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে।আজ দুপুরে জেলা পাবলিক হল মিলনায়তনে জেলার অংশীজনদের নিয়ে সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্ম-কর্তাবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।