নেত্রকোণা মডেল থানার অভিযানে ৩৪০৭ পিস ইয়াবাসহ আটক দুই
আপডেটঃ ১১:০৪ অপরাহ্ণ | অক্টোবর ১৬, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা মডেল থানার পুলিশ শনিবার রাতে জেলা শহরের রাজুর রাজারে বিশেষ অভিযান চালিয়ে ৩৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।এ উপলক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশ রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সার্বিক তত্বাবধানে ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একটি অভিযানিক টিম শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের রাজুর রাজারে অভিযান চালিয়ে মাদকের চালান হস্তান্তরের সময় ৩৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করে।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ফারাঙ্গাচর গ্রামের মোঃ দেলোয়ারের পুত্র মোঃ মনির উদ্দিন (২৭) ও নেত্রকোণা পৌর এলাকার বাহির চাপড়া গ্রামের মৃত আব্দুল মুকিতের পুত্র আবুল খায়ের মঈন ফারুক (৪৬)।
তিনি আরো জানান, এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার এস আই আশরাফুজ্জামান বাদী হয়ে ১৬ই অক্টোবর রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।