সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণা পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন

আপডেটঃ ১২:০৫ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে আলোচনা সভা ও নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সাতপাই কেডিসি গেইট ও সন্ধায় নেত্রকোণা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোণা পৌর শাখা আলোচনা সভা ও নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানটি শুরু হওয়ার সাথে সাথে  দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেয়।পরে আলোচনা সভাটি নেত্রকোণা পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ মতিয়র রহমান খান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, মুজিবুল আলম হিরা, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, এস এম রেজাউল হাফিজ রেশিম, জামিউল ইসলাম খান জামি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান নোমান, উপ-দপ্তর সম্পাদক শাকিল হাসান, সম্মানিত সদস্য অধ্যাপক উমর ফারুক, চপল দত্ত, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাব্বির খান প্রিন্সসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা, বর্তমান আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা উপস্থিত জনগণের কাছে তুলে ধরে, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় এনে দেশ পরিচালনা করার সুযোগ করে দেয়ার উদাত্ত আহ্বান জানান।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।