সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণা পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেটঃ ১২:০৬ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ৯ নং খলিশাউড় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টায় ইচুলিয়া হাফেজিয়া মাদরাসা প্রঙ্গনে বিশাল কর্মী সামাবেশ অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম জুয়েলের  সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা -৫ (পুর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচিব মন্টু কুমার বিশ্বাস, পুর্বধলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, জেলা আওয়ামীলীগের সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক হাসিমা আক্তার বিরহী।

সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহ- দপ্তর সম্পাদক এখলাছ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদিরুজ্জামান স্বপন প্রমুখ।

কর্মী সমাবেশে প্রধান অতিথি ওয়ারেসাত হোসেন বেলাল এম পি বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃনমুল পর্যায়ে আরও বেশি সু সংগঠিত করার উদাত্ত আহ্বান জানান।এর আগে সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক ফাজিলপুর শিমুলকান্দি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা ।