নেত্রকোণা ডিবি পুলিশের অভিযানে ২টি মোটর সাইকেলসহ চোর চক্রের ৫ সদস্য আটক
আপডেটঃ ১১:৩০ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ২টি মোটর সাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বারহাট্টা থানাধীন স্বল্পদশাল নামক গ্রামে মোটর সাইকেল চোর চক্রের কতিপয় সদস্য মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।পরে ডিবির একটি চৌকস টিম সিসি টিভি ফুটেজ পর্যালোচনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪ই মার্চ রাত সাড়ে ১২টার দিকে ওসি ডিবি মোহাম্মদ আব্দুল আহাদ খানের সার্বিক তত্বাবধানে এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে ডিবি টিম বারহাট্টা থানাধীন স্বল্পদশাল নামক গ্রামের নাজিম মেম্বার এর বাড়ির সামনে থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করে।
পরে আটককৃতদের তথ্য মতে আরও ২ জনসহ নীল রংয়ের (এপাচি আরটিআর) ও কালো রংয়ের সুজুকি জিকসার উদ্ধার করা হয়।আটককৃতরা হলো বারহাট্টা থানার গোপালপুর গ্রামের মোঃ শামীম মিয়ার পুত্র মোঃ নাঈম মিয়া (২০) মোঃ নূর মিয়ার পুত্র মোঃ দানিয়াল মিয়া (২২), সুসং ধূবাহালা গ্রামের মোঃ শান্তো শেখের পুত্র মোঃ আরিফ শেখ (২৩), আজমতপুর গ্রামের মোঃ আমির উদ্দিনের পুত্র মোঃ জুনায়েদ (২৩) ও নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের শাহজাহান মিয়ার পুত্র মোঃ হৃদয় মিয়া (২৭)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা মোটর সাইকেল চুরি ও চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের সাথে জরিত থাকার কথা স্বীকার করে।এ ব্যাপারে বারহাট্টা থানায় মামলা ও ৩৭৯/৪১১ ধারায় পেনাল কোড রুজু করা হয়।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোনা।