সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণা জেলা সিএনজি চালক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিতঃ

আপডেটঃ ৩:৩৬ অপরাহ্ণ | মে ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার।শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ে তুলছেন।দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।আজ দুপুরে নেত্রকোণা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা সিএনজি চালক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।জেলা সিএনজি চালক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, শ্রম অধিদপ্তরের পরিচালক রাকিবুল হাসান, নেত্রকোণা রেড ক্রিসেন্টের সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান।এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিএনজি চালক ইউনিয়নের জেলার সকল নেতৃবৃন্দ ও সিএনজি চালকগণ।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা।