সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে সিসি টিভি মনিটরিং সেল উদ্বোধন

আপডেটঃ ১১:২০ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- আইন শৃঙ্খলা রক্ষায় নেত্রকোণা জেলা পুলিশ পৌর শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে।গত দুই বছর আগে পৌর শহরের বিভিন্ন স্থানে ৬৫টি সিসিটিভি স্থাপন করা হলেও সেগুলো পর্যায়ক্রমে অচল হয়ে পরে।নবাগত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের উদ্যোগে আবারো সেগুলো সচল করে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

এতে করে জেলা শহরের যানজট নিরশন, ইভটিজিং, চুরি, ছিনতাই বন্ধসহ প্রাকাশ্য অপরাধগুলো অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।আজ (৩ অক্টোবর) সোমবার বিকেলে সিসি টিভির মনিটরিং সেলটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, যশোর পুলিশ সুপার নেত্রকোণার কৃতি সন্তান প্রলয় কুমার জোয়ারদার, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল।

আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নূরুল আমিন, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।উদ্বোধনী শেষে মনিটরিং সেল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যন্যরা।

পরে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় চলমান দূর্গাপূজার সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে জেলা শহরসহ কেন্দুয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা  : রাজশাহী।