নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ
আপডেটঃ ৭:৪১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- “মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” এই স্লোগানকে সামনে রেখে ২১৭তম ব্যাচের প্রাক বহির্গমন (৩ দিন মেয়াদি) ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে রাজুর বাজারস্থ নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ ওরিয়েন্টশন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিযুষ কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, প্রশিক্ষক সৈয়দ শাকিল মোস্তফাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন বলেন, বিদেশ গমন ইচ্ছুক ব্যাক্তিদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সেই দেশের ভাষা শিখে গেলে ন্যায্য মুজুরি ও সম্মান পান।
তাই সবাইকে দালালদের মাধ্যমে বিদেশে না গিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানান।পরে ১শত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।