নেত্রকোণায় ৩১ বিজিবি এর অভিযানে ১০ লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় মহিষ জব্দ
আপডেটঃ ১০:৫৩ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এর অভিযানে ১০লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় মহিষ জব্দ করেছে।নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া আজ শুক্রবার বিকেলে গণমাধ্যম কর্মিদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ২৬ আগস্ট ভোর রাত সাড়ে ৪টায় নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১বিজিবির অধীনস্থ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ১নং বংশিকুন্ডা ইউনিয়নে অবস্থিত মহেষখোলা বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১১৮৮/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক এলাকা হতে মালিক বিহীন অবস্থায় ০৪ টি ভারতীয় মহিষ জব্দ করা হয়।যার আনুমানিক সিজার মূল্য – ১০ লক্ষ টাকা।জব্দকৃত মহিষগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।