শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেটঃ ২:৩৬ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চকবাট্টা গ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।গাঁজাসহ আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক।অভিযান চলাকালে রেইডিং টিমের দুই সদস্য ক্রেতা সেজে আসামিদের কাছে গেলে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ বাচ্চু মিয়া (৬৩), পিতা মৃত আরাধন মিয়া, সাং তেতুলিয়া;এবং মোঃ বাবুল মিয়া (৪৫),পিতা মৃত আব্দুর রহিম ভূঁইয়া,সাং একবাটি।অভিযানে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় আজগর আলী নামে ডিএনসির এক উপপরিদর্শক বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ১৯(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।ডিএনসির একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এসব তথ্যের ভিত্তিতে শিগগিরই নতুন করে আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হবে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।