সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া সেই মাদক ব্যবসায়ী অবশেষে ডিবির হাতে গ্রেফতার

আপডেটঃ ৩:১৭ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণায় হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি শাহিনুর আলম (৩৭) কে একমাস পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গত ১লা জুলাই সাড়ে ৩ টার দিকে আটপাড়া উপজেলার তেলিগাতী বাজারে মাদক বেচাকেনার সময় একজনকে আটক করে হাতকড়া পড়ানোর সময় সে ধস্তাধস্তি করে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায়।পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী হলো আটপাড়া উপজেলার মনিষা গ্রামের আলাল উদ্দিন খানের পুত্র মোঃ শাহিনুর আলম খান।দীর্ঘ একমাস পর ডিবি পুলিশ গত ৩১ জুলাই সন্ধায় নেত্রকোণা জেলা শহরের শাহ সুলতান রোড হতে সেই পলাতক আসামি শাহিনুর আলম খানকে গ্রেফতার করে।আজ ১লা আগষ্ট ডিবি পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করে। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।