সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় সড়ক দুঘর্টনায় পুলিশের এ এস আইসহ নিহত-২, আহত-১

আপডেটঃ ১১:৩৪ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা প্রতিনিধিঃ- নেত্রকোণা জেলার কলমাকান্দা-লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়া নামক স্থানে বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় পুলিশের এ এস আই সহ দুই জন নিহত একজন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ফুলবাড়িয়াস্থ সাত শহীদের সমাধিস্থলে বেড়াঁনোর পর বুধবার বিকাল ৪টার দিকে মোটর সাইকেল যোগে ফিরে আসার পথে ফুলবাড়িয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুই পুলিশ সদস্য নিহত হন।”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ….ইলাইহি রাজিউন”। গুরুতর আহত সুমনকে (২৩) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহতরা হচ্ছেন, নেত্রকোণা পুলিশ লাইনস্ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এ এস আই জহিরুল ইসলাম সবুজ (৪৬) ও মোহাম্মদ ইনছান (৩০)।

তাদের তিন জনের বাড়ী শেরপুর জেলার নকলা উপজেলার পোলাবেশ গ্রামে।নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মৃতদেহ কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে।ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা