সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় লাজফার্মা লিমিটেড এর ঔষধ বিক্রয় কেন্দ্রে চুরি

আপডেটঃ ১:২৮ অপরাহ্ণ | মে ১১, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা;-নেত্রকোণা জেলা শহরের ব্যস্ততম ছোটবাজারে অবস্থিত লাজফার্মা লিমিটেড এর ঔষধ বিক্রয় কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে।বিক্রয় কেন্দ্রের লকার ভেঙ্গে দুর্বৃত্তরা ৮ লাখ ৪৮ হাজার টাকা ক্যাশ চুরি করে নিয়ে যায় বলে লাজফার্মা থেকে জানা যায়।সোমবার গভীর রাতে এ চুরির ঘটনাটি ঘটে।লাজফার্মা এবং পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বিক্রয় কেন্দ্রের ইটের দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং ভাঙ্গা স্থানের পাশেই লকারে থাকা ৮ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে যায়।তবে দুর্বৃত্তরা কোন ঔষধ চুরি করেনি।লাজফার্মার নেত্রকোণার ম্যানেজার আরেফিন কবির জানান, বিক্রয় কেন্দ্রে বা ষ্টোরে রাতে কেউ থাকে না।তবে পুরো ষ্টোর সিসি ক্যামরোয় নিয়ন্ত্রিত।মঙ্গলবার বিকালে পুলিশ সুপার আকবর আলী মুনসী এবং অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেন।

নেত্রকোণা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, শহরের সড়কগুলো সিসি ক্যামেরায় আবদ্ধ।আমরা লাজফার্মার সিসি ক্যামেরা এবং সড়কের সিসি ক্যামেরা দেখে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেছি। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।