সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় র‌্যাব-১৪ এর অভিযানে প্রায় ৬০ লক্ষ টাকার হিরোইনসহ গ্রেফতার-১

আপডেটঃ ১২:১৮ অপরাহ্ণ | জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যমানের ৬০০ গ্রাম হিরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৩ জুন দিবাগত শনিবার রাতে আনুমানিক ১২টা ৫০ মিনিটের সময় র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন মহিষবেড় গ্রামের মহিষবেড় জামে মসজিদের সামনে শ্যামগঞ্জ হইতে দূর্গাপুর উপজেলা যাওয়ার রাস্তায় বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে মোঃ ইসমাইল হোসেন (২১) কে একটি সিএনজি ও ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

যার আনুমানিক সিজার মূল্য ৬০ লক্ষ টাকা।আটককৃত ইসমাইল হোসেন রাজশাহী জেলাার গোদাগারী থানার চর আমতলা খাসমহল গ্রামের গোলাম রব্বানীর ছেলে।তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে একজন মাদক কারবারী চক্রের সদস্য।

উক্ত আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো।গ্রেফতারকৃত আসামিকে নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।মামলা প্রকৃয়াধিন।

  IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।