সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন

আপডেটঃ ১১:১০ অপরাহ্ণ | জানুয়ারি ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার সকাল ১১টায় সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাঘড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণা সদর এই কর্মসূচির আয়োজন করে।জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, চল্লিশা ইউপি চেয়ারম্যান সৈয়দ  মাহাবুবুল মজিদ, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুস শহীদ, আদর্শ কৃষক মুখলেছুর রহমান প্রমূখ।

পরে প্রধান অতিথি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের জন্য ৫০ একর জমিতে ১ টি ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করেন।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।