নেত্রকোণায় মুক্তি যোদ্ধাদের নিয়ে কটুক্তি ও অসদাচরণের প্রতিবাদে জেলা প্রেসক্লাবে ক্ষুব্ধ মুক্তি যোদ্ধাদের সংবাদ সম্মেলন
আপডেটঃ ২:১৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৫, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা প্রতিনিধিঃ- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন কর্তৃক মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সময় কটুক্তি ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় তাদের সাথে অসদাচরণ করায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পরিবার বর্গের ব্যানারে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা জেলা প্রসক্লাবে এ সংবাদ সম্মেলন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্বধলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, আব্দুল কাদির, আব্দুর রব তালুকদার, আলকাছ উদ্দিন, সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বিভিন্ন সময় দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে নানা ধরণের কটুক্তি ও অসদাচরণের মাধ্যমে অপমানিত করে আসছে।
বর্তমান মুক্তিযুদ্ধের সরকার যেখানে মুক্তিযোদ্ধাদের যথাযথ শ্রদ্ধা ও সন্মান প্রদর্শণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করছে, সেখানে একজন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও বিভিন্ন সময় অসদাচরণ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।
তারা জাতির সূর্য সন্তানদের বিরুদ্ধে এ ধরণের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তিযুদ্ধের সরকারের কাছে অবিলম্বে তাকে উপজলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও যুবলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদানের জোর দাবী জানান।
সংবাদ সম্মেলনে তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতম আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা প্রদান করেন।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।