সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় বড় স্টেশন এলাকায় গ্রামীন ফোনের টাওয়ার থেকে মাদরাসা শিক্ষার্থী উদ্ধার

আপডেটঃ ৭:৪৬ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণা শহরের রেলওয়ে বড়স্টেশন এলাকায় গ্রামীণ ফোনের টাউয়ারের উপর থেকে মোহাম্মদ (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।আজ বুধবার দুপুর ১২টায় জেলা শহররের সাতপাই রেলওয়ের বড় স্টেশন এলাকায় গ্রামীণ ফোন টাওয়ারের উপর থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।জানা যায়, মাদরাসা শিক্ষার্থী মোহাম্মদ নেত্রকোণা জেলা কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে।সে নেত্রকোণা সাতপাই মাদরাসাতুল আরকাম নামক মাদরাসায় হিফজ বিভাগের ছাত্র।নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, আজ ভোরে গ্রামীণ ফোনের টাউয়ারের শীর্ষে উঠে দাড়িয়ে থাকে মোহাম্মদ নামে এই শিক্ষার্থী।পরে স্থানীয় লোকজন টাউয়ারের উপরে তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ খবর পেয়ে, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় দীর্ঘ ৬ ঘন্টা উদ্ধার অভিযানের পর তাকে টাওয়ারের উপর থেকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।এ সময় শিক্ষার্থী মোহাম্মদের মা ও তার বড় ভাই ঘটনাস্থলে উপস্থিত ছিল।পরে উদ্ধার কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিক অবস্থায় দেখা যায় শিক্ষার্থী মোহাম্মদের কপালে একটি আঘাতের চিহ্ন রয়েছে।উল্লেখ্য যে, সাতপাই বড় স্টেশনের এই টাওয়ারের বাউন্ডারি সীমানাটি অরক্ষিত থাকার কারনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানায় স্থানীয় এলাকাবাসী।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোনা।