নেত্রকোণায় বীর নিবাস প্রকল্পের উদ্বোধন
আপডেটঃ ১১:০১ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোণা সদর উপজেলার ১২জন বীর মুক্তিযোদ্ধাকে আবাসন বরাদ্দ দেয়া হয়েছে।আজ সকালে গণভবন প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘বীর নিবাস’ হস্তান্তর উদ্বোধনের মধ্যদিয়ে নেত্রকোণাতেও ১২জন মুক্তিযোদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেয়া হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ভূমি কর্মকর্তা আকলিমা আক্তার, সাবেক জেলা কমান্ডার নূরুল আমিন সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।