সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আপডেটঃ ৭:১৮ অপরাহ্ণ | মে ৩১, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- “তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার ৩১মে সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ অভিজিত লোহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।

আরো বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।এসময় বক্তারা তামাকমুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।