নেত্রকোণায় বিভিন্ন রোগীদের মাঝে সমাজ সেবার চেক বিতরণঃ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী
আপডেটঃ ৩:০৪ অপরাহ্ণ | এপ্রিল ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ এপ্রিল) ১২টায় স্থানীয় পাবলিক হলে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর এ চেক বিতরণের আয়োজন করে।নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, নেত্রকোণা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ অভিজিত লৌহ।
আরো বক্তব্য রাখেন,
পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলাল উদ্দিনসহ অন্যান্যরা।আলোচনা শেষে ২ শত জন বিভিন্ন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।