সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোণায় বিএনপি পুলিশ সংঘর্ষের মামলায় প্রধান আসামী রনিকে গাজীপুর থেকে গ্রেফতার

আপডেটঃ ২:১৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৪, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণায় বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলার প্রধান আসামী জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনিকে শনিবার সকালে গাজীপুর থেকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় তার এক আত্বীয়ের বাসা থেকে রনিকে গ্রেফতার করা হয়।পরে তাকে নেত্রকোণায় আনার পর দুপুরে আদালতে তোলা হয়।এ সময় পুলিশ রনির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।বিজ্ঞ বিচারক উভয় পক্ষের আইন-জীবীদের যুক্তি তর্ক শুনে এ ব্যাপারে আগামীকাল শুনানির দিন ধার্য্য করেছে এবং তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।এ তথ্য নিশ্চিত করেছেন রনির আইনজীবী এডভোকেট রফিকুল ইসলাম জুয়েল।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের বাঁধা, বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ, সংঘর্ষে পুলিশ সহ বিএনপির ২৫ নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটে।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার এস আই খন্দকার আল মামুন বাদী হয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের পুত্র জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনিকে প্রধান আসামী ঐদিন রাতেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ শত জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে।

এ পর্যন্ত আটক ১৪ জন বিএনপি যুবদল, ছাত্রদলের নেতাকর্মীকে শনিবার আদালতে সোর্পদের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।