নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলার ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
আপডেটঃ ২:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলার ও পৌর শাখার দ্বি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মদন উপজেলা বিএনপির উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ির আঙ্গিনায় এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
মদন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হেলিম বুলুর সভাপতিত্বে পৌর বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান সম্রাটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু, মদন উপজেলা বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বদরুজ্জামান মানিক, পৌর বিএনপির নেতা কামরুজ্জামান হাসান চন্দন প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, গণতন্ত্র পুনঃউদ্ধার, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি আন্দোলন করছে।ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপিকে নির্মূলের চেষ্টা করছে।
শেখ হাসিনা সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।তিনি সাবেক সরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির জোর দাবি জানান।পরে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন কাউন্সিলিং এর ভোট গ্রহন চলছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।