সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের দায়ে আটক ১

আপডেটঃ ৪:২২ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়।পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে মো. জহিরুল ইসলাম ফকির নামে একজন পরীক্ষার্থীকে পুলিশে সপোর্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই।এনএসআই সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র করা হয়।শুক্রবার পরীক্ষা চলাকালে নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবন ৩০৩ নং কক্ষে মো. জহিরুল ইসলাম ফকির মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে (হোয়াটস এপ) এ হলের বাহিরে পাঠায়।বিষয়টি টের পেয়ে এনএসআইয়ের লোকজন ওই হলে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনকে জানালে তাৎক্ষণিক জহিরুল ইসলাম ফকিরকে চ্যালেঞ্জ করা হয়।তার পরীক্ষার রোল নং- ২০১৮৯১৭।

পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এ ব্যাপারে ওই হলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে জহিরুল ইসলাম ফকিরকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেন।

নেত্রকোণা মডেল থানার ওসি (তদন্ত)  মো. সোহেল রানা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আটক জহিরুল ইসলাম ফকিরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।