নেত্রকোণায় পাওনা টাকা চাওয়ায় দেনাদারের কিল ঘুষিতে পাওনাদার নিহত
আপডেটঃ ২:৪৫ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- পাওনা মাত্র এক শত টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় দেনাদারের কিল ঘুষিতে পাওনাদার মনোহারী ব্যাবসায়ী আয়াতুল ইসলাম (৪০) নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মনোহারী ব্যাবসায়ী আয়াতুল ইসলামের কাছ থেকে পার্শবর্তী কাঞ্চনপুর গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে রিপন ফকির (৩৬) একদিনের কথা বলে এক শত টাকা ধার নেন।একদিনের স্থলে কয়েকদিন চলে যাওয়ার পরও টাকা ফেরত না দেয়ায় আয়াতুল ইসলাম বুধবার সকালে রিপন ফকিরকে পেয়ে পাওনা টাকা ফেরত চায়।এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরবর্তীতে ঝগড়ার সৃষ্টি হয়।ঝগড়ার এক পর্যায়ে দেনাদার রিপন ফকিরের এলোপাথাড়ি কিল ঘুষির আঘাতে পাওনাদার আয়াতুল ইসলাম হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে।
আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়াতুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত রিপন ফকিরকে আটক করা হয়েছে।হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোনা।