নেত্রকোণায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
আপডেটঃ ৩:৩৭ অপরাহ্ণ | জানুয়ারি ০৫, ২০২২
নিউজ ডেস্কঃ
পঞ্চম ধাপে নেত্রকোণার মদন ৮টি ও কেন্দুয়া ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন চলছে।উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে সকাল থেকেই লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।কয়েকটি কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহন।জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, নির্বাচনে নেত্রকোণা জেলার মদন ও কেন্দুয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে।নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রতিটি কেন্দ্রে আনসার ভিডিপি, পুলিশ কর্মকর্তাসহ ১৭৩৭ জনেরও বেশি সদস্য মাঠে কাজ করছেন।এছাড়াও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট, র্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলে রয়েছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা ঃ