নেত্রকোণায় নিরাপদ অভিবাসন এবং দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার অনুষ্টিত
আপডেটঃ ৬:০৫ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০২১
নিউজ ডেস্কঃ
“মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় “নিরাপদ অভিবাসন এবং দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল ১১টায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে।নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে প্রশিক্ষক সৈয়দ শাকিল মোস্তফার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তফসির উদ্দিন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, রাজুর বাজার কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, নেত্রকোণা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস কবির রুমেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে প্রত্যেককে কারগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে যে দেশে যাবে সেই দেশের ভাষা ও আইনকানুন ভালোভাবে অবগত হয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।