নেত্রকোণায় দুই হাজার বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ
আপডেটঃ ২:৪৮ অপরাহ্ণ | জুন ২৫, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা জেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার প্রায় দুই হাজার বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেত্রকোণা জেলা বিএনপির উদ্যোগে শনিবার দিনব্যাপী ট্রলার নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বন্যাদূর্গত প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে বানবাসী ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পেয়াজ, রসুন, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই।
নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী’র নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা (উত্তর) বিএনপির আহবায়ক সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
উপস্থিত ছিলেন, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, ঢাকা (উত্তর) বিএনপির সদস্য তাবিথ আওয়াল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত।যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ দেলোয়ার হোসেন টিটু।
আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সম্পাদক অনীক মাহবুব চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।