নেত্রকোণায় টিসিবির পণ্য বিতরণ শুরু
আপডেটঃ ২:৪৯ অপরাহ্ণ | জুন ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে টিসিবির পণ্য বিতরণ শুরু।১৯ জুন সোমবার সকালে জেলার মুক্তারপাড়া মাঠে অসহায়- গরিব মানুষেদের মাঝে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা আক্তার, নেত্রকোণা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালসহ আরো অনেকে।উদ্বোধনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানান, নেত্রকোণায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে জেলার ৩৩ হাজার অসহায়, গরীব, দুঃখী ও মেহনতী খেটে খাওয়া কার্ডধারী মানুষের মাঝে ২ কেজি তেল ও ২ কেজি করে ডাল, টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।এ বিতরণ কার্যক্রম চলবে পবিত্র ঈদ উল আযহা পর্যন্ত।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।