সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগীতার শুভ উদ্বোধন

আপডেটঃ ১১:৫২ পূর্বাহ্ণ | মে ২২, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণায় জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগীতা -২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার বিকেল ৪টায় নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা আধুনিক স্টেডিয়াম মাঠে এ আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগীতার উদ্বোধন ও ম্যাচ অনুষ্ঠিত হয়।জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে ও নৃত্যা-নুষ্টানের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়।এতে নেত্রকোণা জেলার দশটি উপজেলা অংশগ্রহণ করেছে।উদ্বোধনী অনুষ্ঠানটি জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুহেল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব-উল-আহসান, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্সসহ ১০ উপজেলার নির্বাহী অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পরে উদ্বোধনী ম্যাচে নেত্রকোণা সদর উপজেলা ও বারহাট্টা উপজেলার ফুটবল খেলায় সদর উপজেলা এক- শুন্য গোলে বিজয়ী হয়।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।