সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে জেলা মৎস্য অফিসারের মতবিনিময়

আপডেটঃ ৩:৩৮ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- ‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গ বন্ধুর বাংলাদেশ‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেত্রকোণা জেলা মৎস্য অধি-দপ্তরের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোণা জেলা মৎস্য অফিসার মোঃ শাহজাহান কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী ও মৎস্য সম্পদ বৃদ্ধি কল্পে বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ প্রমুখ।বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মুখলেছুর রহমান খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, সাবেক সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, এম ফকরুল হক, সঞ্জয় সরকারসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় শাহ্জাহান কবীর দেশীয় প্রজাতির বিপন্ন হতে যাওয়া ছোট বড় মাছসহ নেত্রকোণা জেলায় আরো বেশী করে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকি “সাকার মাউথ ক্যাট ফিশ” নামক মাছকে পরিহার ও নিধন করতে সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।